Recent Post

Sunday, 26 September 2021

 

  1. প্রথমে গুগুল প্লে স্টোরে সার্চ অপশনে গিয়ে  "Smart VPN "  লিখে সার্চ করুন। 
  2. তারপরে কিছুটা নিচের দিকে স্ক্রল করে গিয়ে নিচের ছবির মতো যে অ্যাপটি দেখতে পাবেন মানে এই এপটি ডাউনলোড করতে হবে। 
  3. ডাউনলোড শেষ হলে এপটি ওপেন করে  ৫ মিনিট ব্যবহার করুন। 
  4. তারপরে আবার প্লে স্টোরে গিয়ে এপটির নামসহ ৩ অথবা ৪ লাইনের একটি 5 Star review দিবেন।  
  5. অবশ্যই app টির নাম সহ, ইংরেজিতে  ৩ অথবা ৪ লাইনের একটি 5 Star review লিখবেন  ।



  • এপপ্সটি ইনস্টলের আগে আমার দেয়া আইকন  এর সাথে নিবেন। 
  • app টি অন্তত ৩ দিন আপনার ফোনে রাখতে হবে। ৩দিনের আগে app ডিলিট করলে, আপনার রিভিউ ডিলিট হয়ে যাবে। 

    অনেকেই শুধু nice, good, এগুলা লেখতেছেন।
    দয়া করে সবাই,,,,,,, ইংরেজিতে  ৩ অথবা ৪ লাইনের একটি 5 Star review লিখবেন  ।

    যে সবচেয়ে ভালো review লিখবে তাকে 5 Star দেব এবং সকলকে দ্রুত পেমেন্ট দেব।


    দয়া করে, পেমেন্ট পাওয়ার পর কেউ রিভিউ ডিলিট করবেন না।
  • যেহেতু এপটি একদম ছোট  এবং সকলে কাজের দয়া করে কেউ ডিলিট করবেন না। 

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More